মো.রিয়াজ উদ্দিন :: সিলেটের গোয়াইনঘাট থেকে ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হারুনুর রশিদ হারুন নামের ওই ডাকাত সর্দারকে গোয়াইনঘাট থানার মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হারুন গোয়াইনঘাট থানার নগর ডেংরী গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট, জৈন্তাাপুর, বিয়ানীবাজার থানায় অস্ত্র, ডাকাতিসহ মোট ৬ টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ইতিপূর্বে দায়েরকৃত অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলায় ব্যবস্থা নেয়ার জন্য তাকে জেলা গোয়েন্দা শাখা হতে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ডাকাতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত হারুনকে গ্রেফতার করেছে জেলা ডিবি।
Post a Comment