মো: রিয়াজ উদ্দিন : সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে থেকে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জালাল উদ্দিনকে টাকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া গেছে।
সরেজমিন সোমবার উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে গিয়ে স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে এমন অভিযোগ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, প্রতি সপ্তাহে ২১শ টাকা দিতে হয় পুলিশ জালালকে। টাকা না দিলে তিনি বালু তুলতে দেন না। অন্যথায় নৌকা ধরে নিয়ে যান।
আরেক যুবক বলেন, জালালের সাথে আরও কয়েকজন স্থানীয় সহযোগী হিসেবে রয়েছেন। তারা অনেকে দেখাশোনা করেন। টাকা কম দিলে তারা জালালের কাছে আমাদের বিরুদ্ধে বলতে থাকেন।
এবিষয়ে অভিযুক্ত পুলিশ জালাল উদ্দিন বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
Post a Comment