নিউজ ডেস্ক : সাবেক শিক্ষামন্ত্রী সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সিলেট নতুন বার্তার প্রতিনিধি সাংবাদিক মো.রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় পৌর ছাত্রলীগ নেতা রনি আহমদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।একইসাথে পুলিশের বিরূদ্ধে নিউজ করায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে।
সাংবাদিক মো.রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ জানিয়ে থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়, সাংবাদিক মো.রিয়াজ উদ্দিন সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির বিরুদ্ধে সিলেট নতুন বার্তা পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছেন। নুরুল ইসলাম নাহিদ না কি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তাঘাটের কোন উন্নয়ন করেননি৷ যা একেবারেই মিথ্যা। অথচ তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে সিলেট-৬ আসনের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক মো. রিয়াজ উদ্দিন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ও মিথ্যা নিউজ প্রচার করে আসছেন। এসকল অপপ্রচারের কারণে তাকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে তার সাংবাদিকতা বাতিল করা হবে।
Post a Comment