নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা


নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে পশ্চিম তিমির পুর গ্রামের সেলিম মিয়ার পুত্র নুরে আলম নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (০৬ ফ্রেবুয়ারী) বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। 

অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। 

এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। 

তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24