গোলাপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে ফাহিম আহমদ (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়৷

গ্রেপ্তারকৃত আসামি উত্তর ঘোষগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। সে পেশায় গাড়ি চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ৩ বছর আগে আসামি ফাহিম আহমদের সাথে বিয়ে হয় পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের তানজিনা ফেরদৌস নিপার (২১)। বিয়ের পর থেকে নিপার স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নিপাকে নির্যাতন করতেন৷ এনিয়ে কয়েকবার বিচারের মাধ্যমে ঘটনার সমাধান হয়। 

আরও জানা যায়, গত ৩ মাস আগে একটি গাড়ি ক্রয় করতে নিপার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। নিপা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়৷ পরে বিষয়টি সমাধানের চেষ্টা করেও সমাধান হয়নি। এরপর গত ১১ মে নিপা সকাল ১১টার দিকে আসামি ফাহিম আহমদের বর্তমান ঠিকানা রণকেলী ইয়াগুল গ্রামে তার বাড়িতে গেলে যৌতুকের টাকা নিয়ে না যাওয়ায় আসামি ফাহিমসহ তার পরিবারের লোকজন নিপাকে মারধর করেন। এসময় ফাহিম আহমদের পরিবারের লোকজন জানান ফাহিম আহমদ নারগিছ বেগম নামে আরেকজনকে বিয়ে করেছেন। খবর পেয়ে নিপার পরিবারের লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিপাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। 

এঘটনায় তানজিনা ফেরদৌস নিপা বাদি হয়ে স্বামীসহ ৪ জনের নামোল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ২০, তাং- ২২/০৫/২০২৪ইং) দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে নিপার স্বামী ফাহিম আহমদকে গ্রেপ্তার করে৷ 

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24