নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগ দাবি করায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে হত্যার হুমকি পাওয়া ভুক্তভোগী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন জুয়েল (২৭) গোলাপগঞ্জ মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। (জিডি নং- ১০০১ তাং:৩১/৮/২০২৪ই)।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বর্তমান শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগের দাবিতে একত্রিত হন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। যে কারণে বাদিসহ প্রাক্তন আরও শিক্ষার্থীদের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান নিজে ও তার সন্ত্রাসী লোকজন দিয়ে ওই সকল শিক্ষার্থীদের পরিবারের কাছে হত্যার হুমকি দেন। হত্যার হুমকি পাওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই সকল শিক্ষার্থীদের পক্ষে জসিম উদ্দিন জুয়েল গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
এছাড়াও ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দ বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসাইনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও একটি অভিযোগ প্রদান করেন।
এবিষয়ে প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান বলেন, আমি মোবাইলে কিছু বলতে পারব না। আপনি সরাসরি দেখা করেন, আমারও কিছু কাগজ আছে আপনাকে দেখাব।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, একটি জিডি থানায় জমা হয়েছে। বিষয়টি দেখে আমরা আইনানুগ ব্যবস্থায় যাব৷
Post a Comment