ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যে অবস্থানরত সাবেক ছাত্রদল নেতা ও মানবাধিকার কর্মী মোঃ হাসনাত আল হাবিব, মানবাধিকার কর্মী আবু জাহেদ, সৌরভ চৌধুরী, বাবুল তালুকদার সহ ২০ জনকে আসামী করে সুনামগঞ্জ জেলার অন্তর্গত বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
আমাদের নিজস্ব প্রতিনিধির সংগৃহীত তথ্যমতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নাজমুল হাসান বাদী হয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় গত ৯ই অক্টোবর ২০২৪ ইং বুধবার বাংলাদেশ দন্ডবিধির ৪৯৯/৫০০/৩৪ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করেন। মামলাটির জি.আর. নম্বরঃ ২০২/২০২৪ এবং সি.আর. নম্বরঃ ২৭১/২০২৪।
উক্ত মামলার বাকী আসামীগন হলেন, রুহুল আমিন তোফায়েল(২২), শাকিল আহমেদ সোহাগ(৩৭), মাহমুদুল হক ইমরান(২৩), মোঃ আরিফুর ইসলাম আরিফ(৩৫), নিরানন্দ পাল(৪৯), মুহাম্মদ হানিফ রাব্বানী মিলাদ(২৪), বেনজির আহম্মদ মানিক(৫৫), খালেদ মাহমুদ তালুকদার(৪০), রফিকুল ইসলাম তালুকদার(৫২), কামাল মিয়া(৪২), সুহেল মিয়া(৪০), হাসিম মিয়া(৩৮), ইংরাজুর(৩৭), হানিফ মিয়া(২৫), জয়নাল(২৭), রুবেল(২৮) সহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জন।
দায়েরকৃত মামলাটিতে উল্লেখ করা হয় আসামীগণ ভিন্ন ভিন্ন সময়ে প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডঃ আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রিড়া ও যুব উন্নয়ন বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার সহ রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী সম্পর্কে ছবি সম্বলিত বিভিন্ন ধরনের অসত্য বানোয়াট মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করে দেশে ও বিদেশে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার ও নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে নাজমুল হাসান সংক্ষুব্ধ হন। অতঃপর তিনি আসামীগণ কর্তৃক অন্তবর্তীকালীন সরকার, নিরাপত্তা বাহিনী ও দেশ বিরোধী অপপ্রচার রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়ে বাদী নাজমুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলাটি ইতিমধ্যে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করেছেন এবং বতর্মানে মামলাটির পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Post a Comment