নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুলের বাড়িতে মধ্যরাতে তল্লাশী চালিয়েছে পুলিশ। এসময় তাকে না পেয়ে ভাংচুর চালিয়েছে পুলিশ এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়ে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামে এ ঘটনা ঘটে৷
মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
এমরুলের পরিবার জানায়, মঙ্গলবার মধ্যরাতে সাদা পোশাকে গোলাপগঞ্জ থানার একদল পুলিশ বাড়িতে এসে ডাকাডাকি করে৷ এসময় তাদের ডাকাডাকি শুনে আমরা ঘর থেকে বাইরে আসি। বাহিরের আসার পর ডাকাডাকির কারণ জানতে চাইলে তারা বলে এমরুল কোথায়? এমরুল যুক্তরাজ্যে আছেন বললেও পুলিশ সেটা মানেনি। তারা ঘরে প্রবেশ করে তল্লাশী চালায়৷ এসময় ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর করে৷ এমরুলকে না পেয়ে তারা পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায়৷ এছাড়া এমরুল কখনো বাড়িতে আসলে তার অবস্থা খারাপ হবে বলে হুমকি দিয়ে যায় পুলিশ৷
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা এমরুলকে বাড়িতে তল্লাশী চালানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে ভাংচুরের বিষয়টি মিথ্যা বলে জানান তিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জ উপজেলায় ৬জন নিহত হন। প্রায় ৪ শতাধিক ছাত্র-জনতা আহত হন। নিহত ও আহতদের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রবাসে থেকে সিলেটসহ গোলাপগঞ্জে একাধিক মামলার আসামি হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল। তিনি চলতি বছরের ১৭ জুলাই যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
Post a Comment