গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আহত যুবক


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে আহত হয়েছেন আব্বাস হোসেন (২১) নামে এক যুবক।

গত (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় আহত আব্বাস আহমদ বাদি হয়ে ২ জনের নামোল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি মাইজভাগ গ্রামের মুজিব আহমদের ছেলে। বর্তমানে ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামে তারা বসবাস করছেন।

বিবাদীরা হলেন- মাইজভাগ গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ছায়েম আহমদ (২০) ও তার মা শাবানা বেগম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদি ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বাদি ও তার ভাই রাশেদ আহমদ ঘটনাস্থলে বেড়াতে যান। সেখানে গিয়ে তাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলেন। এসময় বিবাদি ছায়েম আহমদ কোন কারণ ছাড়াই তাদেরকে গালাগালি করতে থাকে। গালাগালির কারণ জানতে চাইলে সে তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাদির বাম হাতের কবজিতে কোপ দেয়। এঘটনায় মারাত্মক আহত হন বাদি। তার চিৎকার শুনে তার ভাই এগিয়ে আসলে ভাইকেও মারপিট করে বিবাদি ছায়েম। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বাদি আব্বাস হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এঘটনায় তার হাতে ১৬ টি সেলাই দেওয়া হয়েছে। 

এঘটনায় সুস্থ বিচার দাবি করছেন আহত আব্বাস হোসেন। 

গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক রুজেল বলেন, 'অভিযোগ পেয়ে তদন্ত করেছি। দুটি পক্ষ সম্পর্কে চাচাতো ভাই। তারা আপোষ করার জন্য সময় চেয়েছিল। কিন্তু আপোষ হয়নি। যেহেতু আপোষ হয়নি এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24