গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঘা ইউনিয়নের পরগনাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার হান্নান মিয়ার ছেলে জায়েদ আহমদ (২৪) ও একই এলাকার মৃত সাদিক মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০)।

অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

জানা যায়, পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জায়েদ আহমদকে ৫ হাজার টাকা ও হোসেন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১১ বস্তায় প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24