নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামীলীগের পক্ষে একাধিক পোস্ট শেয়ার ও পোস্ট করায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম শিপলুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামীলীগের পক্ষে একাধিক পোস্ট শেয়ার ও পোস্ট করেন ছাত্রলীগ নেতা শিপলু। এসকল পোস্টের মন্তব্যে শিপলুকে একাধিক ব্যাক্তি অশালীন ভাষায় গালাগালি করেন। এছাড়া তিনি দেশে আসলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। যে কারণে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
তিনি উপজেলার বাঘা ইউনিয়নের হেতিমগঞ্জ হাতিমনগর দক্ষিণ গ্রামে শামীম আহমদের ছেলে।
হাফিজুল ইসলাম শিপলু বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। হাফিজুল ইসলাম শিপলু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা দিপু আহমদ এর আপন ছোট ভাই।
Post a Comment