গোলাপগঞ্জে আ'লীগ নেতা এমরুলকে খুঁজতে বাড়িতে পুলিশের অভিযান


নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুলকে খুঁজতে বাড়িতে অভিযান চালিয়েছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।


বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামে এমরুলের নিজ বাড়িতে এ অভিযান চালায় পুলিশ।


মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 


এমরুলের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিনদুপুরে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে। তখন তারা এমরুলকে খুঁজতে থাকে। এমরুল লন্ডনে আছেন একথা বলার পরও তারা ঘরে ঢুকে প্রত্যেকটা রুমে থাকে খুঁজতে থাকে। এরপর তাকে না পেয়ে পরবর্তীতে আবারও অভিযানের হুমকি দিয়ে তারা বাড়ি থেকে চলে যায়৷


আরও জানা যায়, এর আগেও গত বছরের ১৯ নভেম্বর রাতে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে এমরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে না পেয়ে তার ঘরে ভাঙচুরের ও অভিযোগ পাওয়া যায়৷


গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা অভিযানের সত্যতা নিশ্চিত করেন৷


উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জ উপজেলায় ৬জন নিহত হন। প্রায় ৪ শতাধিক ছাত্র-জনতা আহত হন। নিহত ও আহতদের ঘটনায় থানায় ও আদালতে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু প্রবাসে থেকে সিলেটসহ গোলাপগঞ্জে একাধিক মামলার আসামি হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এমরুল। তিনি গত বছরের ১৭ জুলাই যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24