গোলাপগঞ্জে প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানের মত গোলাপগঞ্জেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ শীত বস্ত্রের অভাবে যখন খুবই কষ্টে দিন যাপন করছিল, ঠিক সেই মুহুর্তে তাদের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নের্তৃত্বে একটি টিম শীতবস্ত্র নিয়ে বের হয়ে বিভিন্ন বাজার ও লোকালয়ে শীতবস্ত্র বিতরন করতে দেখা যায়। যেখানে শীতার্ত মানুষ সেখানেই তারা শীতবস্ত্র নিয়ে হাজির হওয়ায় বিষয়টি বিভিন্ন মহলে বেশ প্রসংশিত হচ্ছে। এতে ব্যাপক সংখ্যক মানুষ শীতের কষ্ট থেকে উষ্ণতা অনুভব করে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল অভিমত প্রকাশ করে বলেন শীতের কারনে অনেক মানুষ কষ্ট করছে, আমরা চাইলে নিজ নিজ অবস্থান থেকে তাদের সহায়তা করতে পারি। গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় অনেক মানুষ শীতের তীব্রতায় কষ্টে আছে, তাদের জন্য বিত্তবানরা এগিয়ে এলে শীত জনিত দূর্ভোগ কমে যাবে।
এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুনায়েদ কবির,উপজেলা প্রকোশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালাহ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, ইউএনওর সহকারী নওশাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার হেতিমগঞ্জ বাজার,গোলাপগঞ্জ পৌরসভা সহ কয়েকটি স্পটে শীতবস্ত্র বিতরনকালে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জানানো হয় আরো এক সপ্তাহ শীতের তীব্রতা থাকতে পারে। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ দেখা দেয়ার আশংকা রয়েছে। এব্যাপারে সচেতন হওয়ার জন্য উপজেলা প্রশাসন সকলের প্রতি আহবান জানিয়েছে।
Post a Comment