নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একের পর এক মামলা অব্যাহত রয়েছে। তবে অনেক মামলায় জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনার পূর্বে প্রবাসে অবস্থান করা ব্যাক্তিদেরও মামলার আসামি করার অভিযোগ রয়েছে।
এবার দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করলেও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহমদকে (৪০) হতে হয়েছে মামলার আসামি।
গত রোববার (১৬ মার্চ) সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং:১৪৬/২০২৫ইং) দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আহত পাবেল আহমদ ইমন (২২) নামে এক যুবক। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার রণকেলী ইয়াগুল গ্রামের সালেহ আহমদের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, রাসেল আহমদ মামলার বাদি পাবেল আহমদ ইমনের দায়ের করা মামলার ৭৭ নং আসামি। ৭২ হতে ৮৩নং আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাদীসহ জনতাকে এলোপাতারি মারপিট করেন।
জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহমদ দীর্ঘ ১ যুগ ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। যুক্তরাজ্যে অবস্থান করলেও তাকে ফাঁসাতে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা গ্রামের নাজমুল ইসলাম খাঁনের ছেলে।
Post a Comment