আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আসামি হলেন সিদ্দিক


নিউজ ডেস্ক : এক মামলার পরও আবারও আরেকটি মামলায় আসামি হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক আহমদ (৩০)। অথচ দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।  


তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের পীরের চক (বিবিরাই বাজার) এলাকার ফারুক উদ্দিনের ছেলে। বর্তমানে তার পরিবার সিলেট নগরীর উপশহর এলাকায় বসবাস করছেন।


গত রোববার (১৬ মার্চ) সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং:১৪৬/২০২৫ইং) দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আহত পাবেল আহমদ ইমন (২২) নামে এক যুবক। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার রণকেলী ইয়াগুল গ্রামের সালেহ আহমদের ছেলে। মামলায় ৮৩ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় সিদ্দিক আহমদকে ৭৬নং আসামি করা হয়। 


মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মামলার আসামি সিদ্দিক আহমদ মামলার বাদি পাবেল আহমদ ইমনসহ জনতাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করেন।


জানা যায়, দীর্ঘ দিন ধরে প্রবাসে অবস্থান করছেন সিদ্দিক আহমদ৷ তারপরও তিনি মামলার আসামি হয়েছেন। তার একমাত্র কারণ, তিনি বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।


এর আগেও পারভেজ আহমদ (২৫) নামে এক যুবক বাদি হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় একটি মামলা (মামলা নং : ১২, তাং: ২৪/৮/২০২৪ইং) দায়ের করেন। মামলায় ৮৩ জনের নামোল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় সিদ্দিক আহমদকে ২১ নং আসামি করা হয়৷  

Post a Comment

Previous Post Next Post
Sylhet Natun Barta 24