মো.রিয়াজ উদ্দিন : গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল গ্রুপের কর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা৷ দিনদিন তাদের চাঁদাবাজির মাত্রা বাড়তেছে। চাঁদা না দিলে মারধরের শিকার হতে হয় তাদের। দেওয়া হয় মিথ্যা মামলার হুমকি।
সরেজমিন বুধবার পৌর শহরের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা হলে এমন অভিযোগ করেন তারা৷
রাজু আহমদ নামে এক ব্যবসায়ী বলেন, আগে মেয়র রাবেলের কর্মীদের প্রতিদিন ৫০ টাকা দিতাম। এখন ১০০ টাকা করে দিতে হয়।
বাজারের অনেক ব্যবসায়ীরা বলেন, টাকা না দিলে হয়রানির শিকার হতে হয়। অনেক সময় তারা ব্যবসায়ীদের মারধর করে। থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির কথা বলে। মেয়রের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়না।
এবিষয়ে মেয়র রাবেল বলেন, এধরণের অভিযোগ মিথ্যা৷ আমি কখনো আমার কোন কর্মীদের চাঁদা তুলার কথা বলিনা৷
إرسال تعليق