নিজ উপজেলায় নেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মো.রিয়াজ উদ্দিন : টানা দুই বারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বর্তমান সংসদ সদস্য। সংসদ সদস্য হলেও করোনা মহামারি ও বন্যায় দেখা মিলেনি তার। যে কারণে ক্ষুব্ধ দুই উপজেলার মানুষ। 


গত করোনায় ও বন্যায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গকে অসহায় মানুষের পাশে পাওয়া গেলেও খুঁজ মিলেনি তার৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। 


রাসেল আহমদ নামে একজন ফেসবুক পোস্টে লিখেন, আমাদের এমপি মহোদয় ফকির। যে কারণে তাকে বড় বড় দুর্যোগে অসহায় মানুষের পাশে পাওয়া যায় না। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের সবার সাথে উনার ভালো সম্পর্ক নেই।


নুরুল ইসলাম নাহিদের কাছে জানতে চাইলে তার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24