ডেস্ক নিউজ : প্রতিনিয়ত শংকা ও নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ ছাত্রদলের কর্মী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুমন আহমেদের পরিবার।
স্থানীয় প্রভাবশালী কিছু নেতাদের অন্যায় নিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করায় ছাত্রলীগ নেতা নাঈম আহমেদ ও তার সহযোগীদের দ্বারা ২০২২ সালের ২ মার্চ গভীর রাতে সংঘবদ্ধ হামলার শিকার হয় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুমন আহমেদ।
এসময় সংঘবদ্ধ চক্র সুমন আহমেদের ছোট বোনকে নির্যাতন ও ধর্ষণ করে। নির্যাতন এবং ধর্ষণের বিচার না পেয়ে প্রচন্ড অভিমানে একই বছরের ৭ জুন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সুমন আহমেদের ছোট বোন।
এদিকে নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে পারিবারিক সিদ্ধান্তে ইংল্যান্ডে পাড়ি দেন সুমন আহমেদ। ইংল্যান্ডে গিয়ে তিনি আওয়ামীলীগ সরকার ও সংঘবদ্ধ ঐ চক্রটির বিরুদ্ধে আবারো সক্রিয় হন।
সুমন আহমেদ ২৭ ফেব্রুয়ারি জানান, একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সমাজে চলমান অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায়, সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় আহত হয়েছি আমি ও নির্যাতিত হয়েছে আমার বোন তারপরও কোন বিচার পায়নি। হামলা ও নির্যাতনের বিচার চাইতে গিয়ে ছাত্রলীগ নেতা নাঈম আহমেদের হুমকির মুখে পড়তে হয়েছে। দেশ ছেড়ে আসার পরও আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছি। নাঈম আহমদ এখন আমার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তাঁর হুমকিতে শংকা ও নিরাপত্তাহীনতায় ভুগছে আমার পুরো পরিবার।
إرسال تعليق