গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগ নেতা রাহি আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি রাহি আহমদ পৌর এলাকার রণকেলী উত্তর নয়াগ্রামের তোফাজ্জল আলী তখনের ছেলে। সে উপজেলা যুবলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলো।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট উপজেলার ধারাবহর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত ছিলো রাহি আহমদ।
এঘটনায় বারকোট গ্রামের আলতাফ হোসেনের ছেলে জুনেদ আহমদ (২২) বাদি হয়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮২ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১১/১৫৫ তাং :১৪/৯/২০২৪ইং) দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ৪৬ নাম্বার আসামি রাহি আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে৷
إرسال تعليق